ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাইমচরে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
হাইমচরে গৃহবধূর আত্মহত্যা

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে ফারজানা আক্তার রুমা (৩৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর আলগী গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। রুমা ওই গ্রামের মহিন কাজীর স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে রুমা ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মহিন তাকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে রুমা কীটনাশক পান করে অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক আবু রায়হান বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই রুমার মৃত্যু হয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্যাহ ওলি বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।