নতুন সিদ্ধান্ত অনুযায়ী লঞ্চভাড়া ৩৫ টাকার স্থলে ৩০ টাকা ও স্পিডবোট ভাড়া ১৫০ টাকার স্থলে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই এ ভাড়া কার্যকর করা হবে।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে চলাচলকারী লঞ্চ ও স্পিডবোটের ভাড়া পুনঃনির্ধারণের বিষয়ে বিআইডব্লিউটিএ এবং সংশ্লিষ্ট রুটের লঞ্চমালিক সমিতি ও স্পিডবোট মালিক সমিতির সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
কাওড়াকান্দি থেকে কাঁঠালবাড়িতে নতুন ঘাট স্থানান্তরের ফলে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে দূরত্ব কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ২০১৪ সালের ডিসেম্বরে সর্বশেষ লঞ্চের ভাড়া এবং ২০১৩ সালে স্পিডবোটের ভাড়া নির্ধারণ করা হয়েছিল।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ভোলা নাথ দে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) এর সহ-সভাপতি মো. বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি মো. সহিদুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির (মাওয়া অঞ্চল) সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির (মাওয়া অঞ্চল) সহ-সাধারণ সম্পাদক আ. রউফ, ইজারাদার মো. ইয়াকুব বেপারী, ইজারাদার আশরাফ হোসেন খান, স্পিডবোট মালিক সমিতির মো. আতাহার আলী বেপারী ও স্পিডবোট মালিক মো. দেলোয়ার হাওলাদার।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরএম/এসআরএস/এএ