ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় আটক ২

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা পৃথক মামলায় দুইজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরা হলেন- মো. ইসমাইল হোসেন মোল্লা ও মো.মোখলেছুর রহমান। ফেনী ও হবিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ইসমাইলকে ফেনীর পাঁচগাছিয়া বাজার থেকে আটক করা হয়েছে।

দুদকের ডিডি মো.তালেবুর রহমানের নেতৃত্বে ডিএডি মো. শোয়েব হোসেন আসামিকে গ্রেফতার করেন।
 
তার বিরুদ্ধে ফেনীর সোনালী ব্যাংকের মহিপাল শাখা থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ৪ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৫৪।  
 
অন্যদিকে হবিগঞ্জ সদর থেকে সিলেটের ফরেস্ট রেঞ্জ অফিসার মোখলেছুরকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে দুদক। দুদকের এডি মো. ফখরুল ইসলাম তাকে গ্রেফতার করেন।
 
তার বিরুদ্ধে বনজদ্রব্য নিলাম দিয়ে উক্ত নিলামের ৭ লাখ ৩০ হাজার ৫৪২ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৬ সালের ১৮ এপ্রিল মৌলভীবাজারের জুড়ি থানায় তার বিরুদ্ধে একটি অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়। মামলা নম্বর মামলা নং ৬। বুধবার (৮ ফেব্রুয়ারি) তাদের আদালতে হাজির করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
এসজে/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।