ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত, আটক ২ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় তার স্বজনদের হাতে লাঞ্ছিত হয়েছেন মাহফুজুর রহমান নামে এক ইন্টার্ন চিকিৎসক। এ ঘটনায় পুলিশ রোগীর দুই স্বজনকে আটক করেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত চিকিৎসক রামেকের এমবিবিএস ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

আটককৃতরা হলেন- মহানগরীর রানীনগর সাধুরমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে সিথিল রহমান ও আহমেদ আলীর ছেলে আবু বকর সিদ্দিক।
 
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার (৬ ফেব্রুয়ারি) হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল রানীনগর সাধুরমোড় এলাকার চাঁন সরকারের ছেলে শাহিন আলীকে (৪৫)। তিনি একজন পক্ষাঘাত রোগী। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ সময় তার স্বজনরা চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগ তোলেন। ওই ওয়ার্ডে দায়িত্বে থাকা ইন্টার্ন চিকিৎসক মাহফুজুর রহমানের সঙ্গে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ওই ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা গিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় হাসপাতালের পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানান পরিচালক।

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে বলেন, হাসপাতালে মারা যাওয়া ব্যক্তি আবু বকর সিদ্দিকের খালু। আর সিথিল ওই ব্যক্তির ভাগ্নি জামাতা।

অভিযোগ পাওয়ার পর তাদের থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ৮ ফেব্রুয়ারি (বুধবার) সকালে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
এসএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।