মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমন একটি বিষয় উত্থাপন করেন যা তার নিজের এলাকার। এ নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম।
হুইপ আতিউর রহমান আতিক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে পয়েন্ট অব অর্ডারে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের বিশৃঙ্খলার কথা তুলে ধরেন।
পরে ফখরুল ইমাম স্পিকারের অনুমতি নিয়ে পয়েন্ট অব অর্ডার সম্পর্কে বলেন, পয়েন্ট অব অর্ডারের মানে, ইজ দেয়ার ইজ ডিজঅর্ডার, দেন হি ক্যান আস্ক ফর অর্ডার। তার (হুইপের) এলাকাতে ডিজঅর্ডার হয়েছে, তিনি সেইটা এখানে পয়েন্ট অব অর্ডারে বলেছেন। আমার মনে হয় এটি সরকারের ব্যর্থতা।
সংসদে কার্যপ্রণালী বিধির ৩০১ বিধিতে সংসদ সদস্যরা পয়েন্ট অব অর্ডারে কথা বলে থাকেন। যদিও বিধিটির যথাপোযুক্ত ব্যবহার খুব কমই লক্ষ্য করা যায়।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসএম/ওএইচ/এমজেএফ