ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
মতলবে ১৪৪ ধারা জারি

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি মাদ্রাসা কমপ্লেক্সে তিন দিনব্যাপী ৫৩তম ওরশের নেতৃত্বকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে বিরোধের মিমাংসা না হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুল ইসলাম এ ধারা জারি করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ওরশ আয়োজকের নেতৃত্ব নিয়ে ফরাজিকান্দি মাদরাসা কমপ্লেক্সের পীর শায়খ হযরত বোরহান উদ্দিন উয়েসীর (রহ.) ছেলে শায়খ মোস্তাক আহমেদ ও তার নাতী শায়খ মাসউদ আহমেদের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন।

এজন্য আয়োজিত ওরশে দুই পক্ষের সংঘর্ষ ও খুনের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, দুই বছর আগে ঈদের নামাজের সময় মোস্তাক ও মাসউদের দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনার মামলা এখনো চাঁদপুর আদালতে চলমান রয়েছে। এ কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।