মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুল ইসলাম এ ধারা জারি করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ওরশ আয়োজকের নেতৃত্ব নিয়ে ফরাজিকান্দি মাদরাসা কমপ্লেক্সের পীর শায়খ হযরত বোরহান উদ্দিন উয়েসীর (রহ.) ছেলে শায়খ মোস্তাক আহমেদ ও তার নাতী শায়খ মাসউদ আহমেদের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, দুই বছর আগে ঈদের নামাজের সময় মোস্তাক ও মাসউদের দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনার মামলা এখনো চাঁদপুর আদালতে চলমান রয়েছে। এ কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এনটি