ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ভারতের মানবসম্পদ মন্ত্রীর বিদ্যালয় পরিদর্শন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
সাভারে ভারতের মানবসম্পদ মন্ত্রীর বিদ্যালয় পরিদর্শন সাভারে ভারতের মানবসম্পদ মন্ত্রীর বিদ্যালয় পরিদর্শন/ ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের ধরেন্ডা এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ভারতের মানবসম্পদ মন্ত্রী উপেন্দ্রা কুশয়ারা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৮১ নং ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় তিনি পুরো স্কুলটি ঘুরে দেখেন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার মেনজিস, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ ছাড়াও ভারতের হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।