ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে চোরাবালিতে ডুবে ২ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
সিলেটে চোরাবালিতে ডুবে ২ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

সিলেট: সিলেটের জৈন্তাপুরে লালখালে বেড়াতে এসে চোরাবালিতে ডুবে প্রাণ হারালেন দুই মেডিকেল শিক্ষার্থী। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে নদীর স্বচ্ছ জলে সাঁতার কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার বাসিন্দা হুমায়ুন রেজার ছেলে হাসান মোহাম্মদ সাঈদ (২৫), অপরজন চাঁপাইনবাবগঞ্জের মো. ইব্রাহীম হোসেনের ছেলে ইসহাক ইব্রাহীম (২৫)।   তারা কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র।

দুই শিক্ষার্থীর সঙ্গী ও স্থানীয়রা বাংলানিউজকে জানান, ঘটনার সময় আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে নৌকা যোগে ৫ শিক্ষার্থী জিরো পয়েন্ট এলাকায় ঘোরাঘুরি করেন। এক পর্যায় লালখালের মিস্ত্রীঘাট নামের স্থানে পানিতে নেমে গোসল করতে গেলে ইব্রাহিম ও সাঈদ চোরাবালিতে ডুবে যান। এ সময় তাদের বন্ধুদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গিয়ে দু’জনকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির বাংলানিউজকে বলেন, লালাখালের স্বচ্ছজলে সাঁতার কাটতে নেমে চোরাবালিতে ডুবে ওই দুই পর্যটকের মৃত্যু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের মরদেহ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এদিকে খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল মাহমুদ এবং জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এনইউ/ওএইচ/আরঅাই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।