ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে প্রাইম অলকেয়ার মডেল ফার্মেসির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
নোয়াখালীতে প্রাইম অলকেয়ার মডেল ফার্মেসির উদ্বোধন নোয়াখালীতে প্রাইম অলকেয়ার মডেল ফার্মেসির উদ্বোধন-ছবি: বাংলানিউজ

নোয়াখালী: বাংলাদেশ ফার্মেসি মডেল ইনাইটিএকটিভের (বিপিএমআই) পাইলট প্রকল্পের আওতায় নোয়াখালীর মাইজদীতে প্রাইম অলকেয়ার মডেল ফার্মেসি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাইম অলকেয়ার ফার্মেসির উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম।

একই সময় মন্ত্রী হাসপাতাল রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড ও আলিফ ফার্মেসির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, প্রাইম হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান ও চেয়ারম্যান শামীমা জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।