মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল এ অভিযান চালায়।
কোস্টগার্ড কমান্ডার সাব লেফটেন্যান্ট এম. আতাহার আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুর রেলওয়ে স্টেশনে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে ৩শ’ কেজি জাটকা ও মাছ ঘাটের একটি টয়লেট থেকে ৬০ কেজি জাটকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা জাটকার মূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা। সন্ধ্যায় জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজি