ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৩৬০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
চাঁদপুরে ৩৬০ কেজি জাটকা জব্দ চাঁদপুরে ৩৬০ কেজি জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুর শহরে লঞ্চঘাট, মাছঘাট, রেলওয়ে স্টেশন, মেঘনা মোহনা ও লগ্গিমারার চর এলাকায় অভিযান চালিয়ে ৩৬০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল এ অভিযান চালায়।

কোস্টগার্ড কমান্ডার সাব লেফটেন্যান্ট এম. আতাহার আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুর রেলওয়ে স্টেশনে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে ৩শ’ কেজি জাটকা ও মাছ ঘাটের একটি টয়লেট থেকে ৬০ কেজি জাটকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা জাটকার মূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা। সন্ধ্যায় জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।