মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর কাদের পিপিএম জানান, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর ওপর হামলার এজাহারভুক্ত আসামি সজিবকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, লুটপাটসহ ১০-১২টি মামলা রয়েছে। বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
আরআইএস/এমজেএফ