ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রের খোঁজ মিললো কক্সবাজারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
সুন্দরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রের খোঁজ মিললো কক্সবাজারে

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ তিন স্কুলছাত্রের খোঁজ মিললো কক্সবাজারের উখিয়া উপজেলায়।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার চৌধুরানী বাজার এলাকা থেকে তারা নিখোঁজ হয়।

তিন স্কুলছাত্র হলো-সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিমুল মিয়া (১৪), একই গ্রামের আব্দুল মাজেদের ছেলে শামিম মিয়া (১৩) ও  দেওডোবা গ্রামের নুরু মিয়ার ছেলে অন্তর মিয়া (১৪)। তারা হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্র।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, দেওডোবা গ্রামের মোস্তা মিয়া ও আশরাফুল ইসলাম তিন স্কুলছাত্রকে নিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলায় বেড়াতে যান। পরে তাদের টাকা ফুরিয়ে গেলে টাকার জন্য বাড়িতে ফোন করে বিকাশে টাকা চায়। এরপর বিকাশ নম্বরের সূত্র ধরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলুর সহযোগিতায় তাদের পালংখালি এলাকা থেকে উদ্ধার করা হয়। তারা এখন উখিয়া থানা হেফাজতে রয়েছে। তাদের আনতে সুন্দরগঞ্জ থেকে পুলিশ উখিয়া থানার উদ্দেশে রওনা হয়েছে।

তবে এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া তিন স্কুলছাত্র বলেছে, তাদের কেউ এখানে তুলে আনেনি। তারা তিনজন বাড়িতে না বলে প্রতিবেশী মোস্তা মিয়া ও আশরাফুল ইসলামের সঙ্গে এখানে বেড়াতে এসেছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।