মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত আদগ্রাম, পিওভাগ ও পিঙ্গইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত ফারজানার সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক শাহিনা খাতুন।
এসময় আরও বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম, শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম ও বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মমিন আলী প্রমুখ।
পরে প্রধান অতিথি আদগ্রাম, পিওভাগ ও পিঙ্গইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৩১৭ জন শিক্ষার্থীর হাতে একটি করে টিফিন বক্স ও পানির পট তুলে দেন।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরবি/