ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে মা সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
বড়াইগ্রামে মা সমাবেশ বড়াইগ্রামে মা সমাবেশ-ছবি: বাংলানিউজ

নাটোর: শিক্ষার্থী ঝড়ে পরা ও বাল্যবিয়ে রোধ এবং সচেতনতা বৃদ্ধি করতে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত আদগ্রাম, পিওভাগ ও পিঙ্গইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত ফারজানার সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক শাহিনা খাতুন।

এসময় আরও বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম, শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম ও বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মমিন আলী প্রমুখ।

পরে প্রধান অতিথি আদগ্রাম, পিওভাগ ও পিঙ্গইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৩১৭ জন শিক্ষার্থীর হাতে একটি করে টিফিন বক্স ও পানির পট তুলে দেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।