ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে কলেজ ছাত্র আইয়াজ হোসেন (২৪) নামে এক যুবককে অচেতন করে তার মোটরসাইকেল ছিনতাই হয়েছে। মঙ্গলবার (০৭ ফ্রেরুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মামা সিফাত হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে সংবাদ পেয়ে খিলগাঁও খিদমা হাসপাতাল সংলগ্ন রাস্তা থেকে আইয়াজকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আইয়াজের একটি পালসার মোটরসাইকেল আছে।
ঘটনার পর থেকে তার মোটরসাইকেলেটি পাওয়া যাচ্ছে না বলেও জানান সিফাত হোসেন।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফ্রেরুয়ারি ০৭, ২০১৭
এজেডএস/এসআরএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।