ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নবীনগরে ককটেল ও গুলি ছুড়ে গণডাকাতি, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
নবীনগরে ককটেল ও গুলি ছুড়ে গণডাকাতি, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার প্রধান গরু-ছাগলের হাট নবীনগর উপজেলার বাইশমৌজা বাজারে ককটেল ও গুলি ছুড়ে গণডাকাতি সংঘটিত হয়েছে।

এসময় বাজারের দোকানপাটে ব্যাপক লুটপাট চালানো হয়। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা সাপ্তাহিক হাট চলাকালে এ ঘটনা ঘটে।

বাইশমৌজা বাজার কমিটির সাধারণ সম্পাদক, পল্লী চিকিৎসক নাছির মিয়া বাংলানিউজকে জানান, ডাকাতরা অতর্কিত বাজারে ঢুকে একর পর এক ককটেল ফাটিয়ে ও গুলি ছুড়ে এলাকা প্রকম্পিত করে ফেলে। এ সময় বাজারে আসা লোকজন ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেলে ডাকাতরা একই সঙ্গে দু’টি ফ্লেক্সিলোড, দু’টি মুদিমালের দোকান ও একটি কাপড়ের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়। এসময় ডাকাতদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাজারের পাঁচ ব্যবসায়ী গুরুতর আহত হন। এদের মধ্যে তিনজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। কী পরিমাণ টাকা ও মালপত্র লুট হয়েছে তা এখনো নিরুপণ করা যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, নরসিংদীর রায়পুরা থেকে একটি ডাকাত দল বাইশমৌজা বাজারে হানা দেয়। ঘটনার পরপরই ডাকাতেরা স্পিডবোট ও মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

জেলার অতিরিক্ত পু্লিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পু্লিশ পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনা যারাই ঘটিয়ে থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।