ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় জাসদের মামলায় ৬১ আসামির জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
কুষ্টিয়ায় জাসদের মামলায় ৬১ আসামির জামিন

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে জাসদের দায়ের করা মামলায় ৬১ আসামিকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে আসামিরা আত্মসমার্পণ করে জামিনের আবেদন করলে তাদের মধ্যে ৫৯ জন আসামির জামিন মঞ্জুর করেন বিচারক। বাকি দুই জনকে আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দুই জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে তারা জেলা জজ কোর্টে জামিনের আবেদন করলে তারাও জামিন পায়।

১১ জানুয়ারি মিরপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামে প্রকাশ্যে দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা সাবুকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন বিকেলে মিরপুরে বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উপজেলা জাসদের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এরপর, ৩১ জানুয়ারি মিরপুর থানায় উপজেলা আওয়ামী লীগে নেতৃবৃন্দসহ, শ্রমিক, কৃষক ও এক ভ্যানচালককে আসামি করে ৬১ জনের বিরুদ্ধে মামলা করে উপজেলা জাসদের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।