ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ২০ বছর পর পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
রাজবাড়ীতে ২০ বছর পর পলাতক আসামি গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ীতে দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ছালাম শেখ ওরফে আবু বক্কারকে (৫৮) বিশ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আবু বক্কার জেলা সদরের দাদশী ইউনিয়নের সিংগা গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এনছের আলী বাংলানিউজকে জানান, আবু বক্কারের বিরুদ্ধে ১৯৯৩ সালের ২৮ ফেব্রুয়ারি রাজবাড়ী থানায় ৪০৯/৪২০/১০৯ এর দুর্নীতি দমন আইনের ৫ (২) ধারায় মামলা হয়। এ মামলায় ১৯৯৭ সালের ১৫ অক্টোবর তৎকালীন রাজবাড়ীর দায়রা জজ আদালতের বিশেষ জজ হারুনুর রশীদ মজুমদার আবু বক্কারকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডদেশ ও ৭১ হাজার ৫৬৪ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

কিন্তু মামলার রায় ঘোষণার পর থেকেই আবু বক্কার পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে একাধিকবার গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। সর্বশেষ সোমবার (০৬ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিংগা গ্রামে তার নিজ বাড়ি থেকে আবু বক্কারকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।