মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে শাহজাদপুর উপজেলা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আলামত ঢাকা পাঠানোর নির্দেশ দেন।
এদিকে রাত ৮টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আদালতের নির্দেশে নিহত সাংবাদিক শিমুলের মাথা থেকে উদ্ধার হওয়া কার্তুজের লেট বল ও কার্তুজের খোসা ব্যালেস্টিক রিপোর্টের জন্য ঢাকায় সিআইডি হেডকোয়ার্টারে পাঠানো হচ্ছে।
এর আগে সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, শটগানে সিসা ও রাবারের তৈরি কার্তুজ ব্যবহার হয়ে থাকে। কার্তুজের মধ্যে একাধিক লেট বল থাকে। ময়নাতদন্তের সময় নিহত সাংবাদিকের মাথা থেকে সে ধরনের লেটবল পাওয়া গেছে।
০২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর মেয়র গ্রুপের সঙ্গে ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ০৩ ফেব্রুয়ারি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল মারা যান। ওই দিনই পৌর মেয়রের ব্যবহৃত শটগান, ৪৩ রাউন্ড গুলি ও গুলির খোসা জব্দ করে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজি