ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
দৌলতপুরে ইটভাটা মালিককে জরিমানা দৌলতপুরে ইটভাটা মালিককে জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে বিএসকেটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় নিষিদ্ধ ড্রাম চিমনির মাধ্যমে জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে এ জরিমানা করা হয়। এছাড়া ইটভাটার ড্রাম চিমনিসহ কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি ) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাহাঙ্গীর আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম এলাকায় বিএসকেটি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ড্রাম চিমনির মাধ্যমে জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে ‘ইট প্রস্তত ও ভাটা স্থাপন আইন ২০১৩-এর ৪ ধারায়’ ইটভাটা মালিক আবুল কালাম আজাদের এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটার ড্রাম চিমনিসহ কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এ সময় কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল গফুর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।