মঙ্গলবার দুপুরে (৭ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়। এরা হলেন- দোকানের মালিক সাইনুল তার দুই ছেলে এরশাদ ও সমশেদ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে জুয়েলারি শ্রমিক এজাজ চা পান করতে সাইনুলের চায়ের দোকানে যান। সেখানে চা পানের সময় কাপে ময়লা দেখতে পেয়ে দোকানিকে বিষয়টি জানান। দোকানের বদনাম করায় ক্ষিপ্ত হয়ে দোকানিসহ তার কর্মচারী চার ছেলে নওশাদ, এরশাদ, শমশের ও শামসু এজাজকে মারধর করেন। একপর্যায়ে তারা এজাজের গায়ে কেটলি ভর্তি গরম চা ঢেলে দেন।
এতে এজাজের শরীর পুড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আহত এজাজের ভাই মেরাজ নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের আটক করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজউদ্দিন আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরএ