ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় দুই মাদক ব্যবসায়ীর ৬ মাসের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
ফতুল্লায় দুই মাদক ব্যবসায়ীর ৬ মাসের জেল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনীম জেবিন বিনতে শেখ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আসলামুর রহমান ওরফে আসলাম (৩৯) ও মাসদাইর বেকারি মোড় এলাকার গোলাম মোস্তফার ছেলে নুরুল ইসলাম (২৫)।

 
 
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ জানান, মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী আসলাম ও নুরুল ইসলামকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে সিনিয়র অফিসারের নির্দেশ মোতাবেক তাদেরকে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনীম জেবিন বিনতে শেখ’র কার্যালয়ে নিয়ে গেলে, তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।   

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭ 
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।