মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ৈ বাপ্পীসহ ২২ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নিহতের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ২২ জনকে এজাহারভূক্ত আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামীরা হচ্ছেন- মহানগরীর ধর্মসভা এলাকার যুবলীগ নেতা শেখ রাসেল, শেখ সোহেল পারভেজ, দেব দুলাল বাড়ৈ বাপ্পী, সেলিম শেখ, সাহেল, জুলফিকার, মোসলমান পাড়ার কানু মোল্যার ছেলে আরিফ মোল্যা, একই এলাকার রুস্তুম শিকদারের ছেলে শামীম শিকদার, সজলবাড়ৈসহ ২২ জন। তাদের মধ্যে আরিফ মোল্যা ও শামীম শিকদারকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রাত ১১টা ২৭ মিনিটে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার আতাউলের চর নামক ঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমীরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ঘের ব্যবসায়ী নজরুল ইসলাম (৪২) প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এসময় নিজাম উদ্দিন (৩২) নামে অন্য একজন গুলিবিদ্ধ হন। তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার আমীরপুর ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় আতাউলের চর নামক ঘেরে দীর্ঘদিন ধরে করেরডোন এলাকার মৃত আয়েন উদ্দিন শেখের ছেলে মো. নজরুল ইসলাম গং মৎস্য চাষ করছিলেন। রোববার সন্ধ্যায় তার প্রতিপক্ষ বিরাট গ্রামের হেদায়েত শেখের ছেলে রাসেল শেখ গং ঘেরটি দখল করার চেষ্টা চালান। তাদের এলোপাতাড়ি গুলিতে নজরুল ইসলাম ও নিজাম উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে নজরুল ইসলামের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এমআরএম/এসএনএস