ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারী সীমান্তে হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
রৌমারী সীমান্তে হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় হাতির একটি পাল দেশের অভ্যন্তরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।

এতে কৃষকের ফসলি জমিসহ ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়িঘর ছেড়ে রাস্তায় আতংকে রাত কাটাচ্ছে সীমান্তের কয়েক গ্রামের মানুষ।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১ এর কাছে আলগার এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।  

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের খেওয়ারচর ক্যাম্প কমান্ডার মহর আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ওয়ার্ডের নারী সদস্য মিনারা বেগম বাংলানিউজকে জানান, ওই হাতির পালে ৪০টির বেশি হাতি রয়েছে। গত দুই দিন ধরে এলাকায় হাতিগুলো বেশি তাণ্ডব চালিয়েছে। এরা সীমান্তের কাঁটাতার ভেদ করে দেশে ঢুকে পড়ে। পরে পালাক্রমে খেওয়ার চর, আলগারচর এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। এসময় তছনছ করে কৃষকের চার একরেরও বেশি ভূট্টা ক্ষেত, ১৫ একর ধানি জমি। উপড়ে ফেলেছে জমিতে রোপণ করা অগভীর নলকুপের ১২টি পাইপ, নষ্ট করেছে সেচযন্ত্র।  

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রামের সাধু মিয়া, রুপচান মিয়া, আব্দুল মজিদ, আব্দুল আওয়াল, আজাদ, মাহুবর রহমান, হবি মিয়া, আব্দুল ছাত্তার, নজরুল ইসলাম, ফরিজুল হক, লুৎফর রহমান।  

ক্ষতিগ্রস্ত এসব কৃষক অভিযোগ করে বলেন, সীমান্ত দিয়ে এভাবে হাতি ঢুকে পড়ায় আমরা ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসনের কোনো নজর নেই।  

বিষয়টি জানতে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদারের মোবাইল ফোনে যোগাযোগ করার করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা (রাত ১০টা) পর্যন্ত হাতির পালটি খেওয়ার চর বাজারের কাছে একটি ভুট্টাক্ষেতে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।