কুমিল্লা: না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক নেতা জসিম উদ্দিন আহম্মেদ।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌরন ৭টায় তিনি শহরের দক্ষিণ চর্থায় নিজ বাসায় মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
মরহুমের জানাজার নামাজ বুধবার (০৮ ফেব্রুয়ারি) বাদ জোহর স্থানীয় হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসএনএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।