ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আদনান হত্যায় ডিসকো বয়েজ ও বিগ বস গ্যাংয়ের ৮ তরুণ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
আদনান হত্যায় ডিসকো বয়েজ ও বিগ বস গ্যাংয়ের ৮ তরুণ আটক আদনান কবির (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর উত্তরায় কিশোর আদনান কবির হত্যাকাণ্ডে ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস গ্যাং’ গ্রুপের দলনেতাসহ আট তরুণকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালিয়ে রাজধানী বিভিন্নস্থান থেকে ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস গ্যাং’ গ্রুপের দলনেতাসহ আটকজনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান কবিরকে খেলার মাঠে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
পিএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।