ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে স্কুলছাত্রসহ ৫ জনকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
সাভারে স্কুলছাত্রসহ ৫ জনকে কুপিয়ে জখম সাভারে সন্ত্রাসী হামলায় আহতরা-ছবি:বাংলানিউজ

সাভার, ঢাকা: সাভারে পূর্ব শত্রুতার জের ধরে দুই স্কুলছাত্রসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (০৭ ফ্রেবুয়ারি) দিবাগত রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁমে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন-কৃষক আলমাস হোসেন (৪০), তার ছেলে রেডিয়ান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী এমদাদ হোসেন (১৩) ও ছোট ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহাদত হোসেন (১১), তাদের আত্মীয় রাহেমা (৩৫) ও তার ছেলে তানভীর আহমেদ (১৯)। তাদের এনাম মেডিকেল কলেজ ও কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানায়, বনগ্রাঁমের কৃষক আলমাস হোসেনের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে ঢুকে আলমাস হোসেন তার ছেলে এমদাদ হোসেন ও শাহাদত হোসেনকে কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকারে আলমাসের আত্মীয় রাহেমা (৩৫) ও রাহেমার ছেলে তানভীর এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও  কুপিয়ে জখম করে।

পরে পরিবারের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও কেয়ার হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।