ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইসলামপুরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
ইসলামপুরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

জামালপুর: জামালপুরের ইসলামপুরে সাবেক ইউপি সদস্য সামেদুল হককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। সামেদুল ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বেলাগাছা ইউনিয়নের বড়ল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সামেদুলের মেয়ের জামাই আবু তালেব বলেন, মঙ্গলবার শ্বশুর সামেদুল শাশুড়িকে নিয়ে আমার বাড়িতে বেড়াতে আসেন।

রাত ১১টার দিকে তারা আমার দোকানে এলে পেছন থেকে দুর্বৃত্তরা শ্বশুরের মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উদ্দেশে রওনা দিয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।