ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশ

পিরোজপুর: পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করেছে।


নির্বাচনে ২১টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি, সম্পাদক পদসহ ১৯টিতে বিজয়ী হয়েছে।

বিএনপির নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মাত্র ১টি সদস্য পদে লাভ করেছে।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আপত্তির কারণে একটি ফলাফল স্থগিত রয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুখরঞ্জন দেউরী এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সমন্বয় পরিষদের খান মো. আলাউদ্দিন ১৫৩ ভোট পেয়ে সভাপতি এবং আহসানুল কবীর বাদল ১৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীরা হলেন- সহ সভাপতি দিলীপ কুমার পাইক, সহ সভাপতি এ কে এম আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাদুর হোসেন, অর্থ সম্পাদক মনজুরুল আলম খান, গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক জাকির হোসেন কাজী, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক দিলীপ কুমার মাঝি, খেলাধুলা সম্পাদক মো. শহিদুল, হিসাব নিরীক্ষক সম্পাদক  মোহাম্মদ আলী সিকদার ও সুশেন কুমার হালদার।

এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন আব্দুল হালিম শরীফ, আনোয়ার হোসেন তালুকদার, কমল মজুমদার তিমির, মজিবর রহমান মৃধা, সুজন কুমার গাইন, দেব প্রসাদ শীল,  মো. কামরুজ্জামান, জিয়াউল হাসান সোহেল, ও বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ একমাত্র সদস্য পদে বিজয়ী রহিমা আক্তার হাসি। নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ২৫৮ জন ভোটারের মধ্যে ২৪৩ জন সদস্য ভোট দেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।