অপরদিকে ৪৫ কেজি ওজনের আরেকটি বাঘাইড়ের দাম হাঁকা হয়েছে ৫৪ হাজার টাকা। মাছটি কিনতে ৪০ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছেন শাহীনুর নামে এক ক্রেতা।
মঙ্গলবার (৮ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় এসে দেখা মেলে বড় এসব মাছ।
সরেজমিনে দেখা যায়, পোড়াদহ মেলা প্রাঙ্গণে এক হাজারের মতো খুচরা মাছ বিক্রেতা এসেছেন। সারিবদ্ধভাবে এসব ব্যবসায়ী দোকান বসিয়েছেন। দোকানে মাঝারি, ছোট বিভিন্ন জাতের মাছের পসরা সাজিয়ে বসেছেন তারা।
মেলার পূর্বপ্রান্তে উত্তর-দক্ষিণে লম্বালম্বিভাবে বসেছেন একাধিক দোকানি। তাদেরই একজন রনজু। তিনি সারিয়াকান্দির যমুনা নদীতে ধরা পড়া ৮২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ এ মেলায় বিক্রি করতে এনেছেন।
বিশাল আকারের এ মাছটি দেখতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতা সাধারণের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। ক্যামেরায় মাছের ছবি ধারণ করছেন তারা। বাবুর দোকানে গিয়েও দেখা যায় একই দৃশ্য।
বিক্রেতা রনজু বাংলানিউজকে জানান, তিনি প্রতিবছর এ মেলায় বড় বড় মাছ নিয়ে আসেন। এখানে বড় আকারের মাছ বেশি বিক্রি হয়। ক্রেতারা দামাদামি করলেও তারা বড় আকারের মাছ কিনতেই বেশি পছন্দ করেন। তাই এবারো তিনি বিভিন্ন জাতের বড় মাছ এ মেলায় উঠিয়েছেন। এরমধ্যে বাঘাইড় মাছটি এ মেলার সবচেয়ে বড় মাছ।
১ হাজার ৪শ টাকা কেজি হিসেবে তিনি মাছটির দাম হাকিয়েছেন ১ লাখ ১৫ হাজার টাকা। সকাল ১০টা পর্যন্ত বেশ কয়েকজন ক্রেতা মাছটি কিনতে দাম হাঁকিয়েছেন। এরমধ্যে একজন ক্রেতা সর্বোচ্চ ৮০ হাজার টাকা দাম বলেছেন।
শাহজাহান, ফারুক, মোয়াজ্জেমসহ একাধিক মাছ বিক্রেতা বাংলানিউজকে জানান, এ মেলায় গাঙচিল, চিতল, বোয়াল, রুই, কাতলা, মৃগেল, হাঙড়ি, গ্রাসকার্প, সিলভার কার্প, বিগহেড, কালিবাউশ, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাঝারি ও বড় আকারের মাছ পাওয়া যাচ্ছে। এসব মাছ ওজনে ৫-১৫ কেজি পর্যন্ত।
আইয়ুব, জান্নাত, মুকুলসহ মেলায় আসা কয়েকজন ব্যক্তি বাংলানিউজকে বলেন, প্রতিবছর আমরা এ মেলায় মাছ কিনতে আসি। এবারো এসেছি। এদের মধ্যে আইয়ুব ১০ কেজি ওজনের একটি বিগহেড মাছ কিনেছেন। অন্যরা তখনও মাছ কিনতে ব্যস্ত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৮, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এএ