বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাগআঁচড়া-বসন্তপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক শার্শার গোঁগা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সকালে আশানুর ও আব্দুল্লাহ মোটরসাইকেলে করে শার্শার গোঁগা বাজার থেকে বাগাআঁচড়া বাজারে যাচ্ছিলেন। পথে বসতপুর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশানুর মারা যান।
শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এজেডএইচ/এসআই