ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
যশোরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর: যশোর শহরে ইজিবাইকের ধাক্কায় তৈয়বুর (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের রবীন্দ্রনাথ (আরএন) সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তৈয়বুর শহরের খড়কি কবরস্থান এলাকার মৃত আলতাফ চৌধুরীর ছেলে। সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শহরের মণিহার মোড় থেকে চৌরাস্তার দিকে মোটরসাইকেল চালিয়ে আসছিল তৈয়বুর। পথে আরএন রোডে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় তৈয়বুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী বাংলানিউজকে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই তৈয়বুরের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৭
ইউজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।