ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজু পালিয়ে গেলে খুন করা হয় আদনানকে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
রাজু পালিয়ে গেলে খুন করা হয় আদনানকে আদনান খুনে জড়িতরা

ঢাকা: গ্যাং গ্রুপের অন্তর্কোন্দলের জেরে নাইনস্টার গ্রুপের নেতা তালাচাবি রাজুকে মারতে চেয়েছিল ডিসকো বয়েজ ও বিগবস গ্রুপের সদস্যরা। কিন্তু রাজু পালিয়ে গেলে নাইনস্টার গ্রুপের সদস্য আদনান কবিরকে ধারালো অস্ত্র ও হকিস্টিক দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাতে ডিসকো বয়েজ ও বিগবস গ্রুপের দলনেতাসহ আটজনকে আটক করে র‌্যাব।

আটকরা হলেন-ডিসকো বয়েজ গ্রুপের দলনেতা শাহরিয়ার বিন সাত্তার সেতু ওরফে রায়হান আহমেদ সেতু ওরফে ডিসকো সেতু (২২), বিগবস গ্রুপের দলনেতা মো. আক্তারুজ্জামান ছোটন (১৯), শাহীনুর রহমান (১৭), রমজান মোবারক (১৭), সেলিম খান (২৩), ইব্রাহিম হোসেন ওরফে সানি (২৮), মিজানুর রহমান সুমন (২২) ও জাহিদুল ইসলাম জুইস (২১)।

এদের মধ্যে শাহরিয়ার ও ছোটন আদনান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে মুফতি মাহমুদ বলেন, সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাইনস্টার গ্রুপ ও ডিসকো বয়েজ গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিগবস গ্রুপটি ডিসকো বয়েজের সহযোগী হিসেবে কাজ করে।

এর ধারাবাহিকতায় ৩ জানুয়ারি উত্তরা ১৩নং সেক্টরের ব্রিজের ওপর ডিসকো বয়েজ ও বিগবস গ্রুপের সদস্যরা নাইনস্টার গ্রুপের দলনেতা রাজুকে মারধর করে। এরই প্রতিশোধ নিতে ৫ জানুয়ারি আজমপুর ফুটওভারব্রিজের গোড়ায় নাইনস্টার গ্রুপের সদস্যরা বিগবস গ্রুপের ছোটনকে আক্রমণ করে।

 এরপর থেকে বিগবস ও ডিসকো বয়েজ গ্রুপের সদস্যরা রাজুকে মারতে পরিকল্পনা করতে থাকে। রাজুকে শিক্ষা দিতে ৬ জানুয়ারি ১৩নং সেক্টর ১৭নং রোডের ১৫নং বাড়ির সামনে রাজু ও তার সদস্যদের ওপর হামলা চালায়।

হামলায় রাজুসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আদনান পালাতে পারেনি। সে সময় আদনানকে ধারালো অস্ত্র ও হকিস্টিক দিয়ে আঘাত করে খুন করে তারা।

আটকদের মধ্যে জুইস সরাসরি আদনানকে আঘাত করে আর বাকিরা পরিকল্পনা থেকে শুরু করে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এসব গ্যাং গ্রুপের সাথে প্রাথমিকভাবে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানান তিনি।

মুফতি মাহমুদ খান বলেন, এসব গ্যাং গ্রুপের সদস্যরা সাধারণত উঠতি বয়সী কিশোর। তাদের উদ্দেশ্য এলাকাভিত্তিক প্রভাব বিস্তার করা।

গত ৬ জানুয়ারি বিকেলে উত্তরায় খুন হন কিশোর আদনান কবির। এ ঘটনায় আদনানের বাবা কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭

পিএম/পিসি
**আদনান হত্যায় ডিসকো বয়েজ ও বিগ বস গ্যাংয়ের ৮ তরুণ আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।