ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ১৫ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ১৫ ফেব্রুয়ারি

সিলেট: এবার আসামি ও সাক্ষী না আসায় পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। ১৫ ফেব্রুয়ারি ফের মামলার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। তবে এদিন সাক্ষী ও আসামি কেউই হাজির হননি।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার মামলার ধার্য তারিখ থাকলেও সাক্ষী ও আসামিদের কেউই হাজির হননি। মামলার পরবর্তী তারিখ ১৫ ফেব্রুয়ারি (বুধবার) নির্ধারণ করা হয়েছে। আলোচিত এ মামলায় এ যাবত ১৭১ সাক্ষীর মধ্যে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে ৪৩ জনের।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

২০১৪ সালের ২১ ডিসেম্বর ২৫ জনের নাম উল্লেখ করে আদালতে এ মামলার সম্পূরক চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি সিলেট জোনের এএসপি মেহেরুন নেছা পারুল।

ওই বছরের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করার পর থেকে কারাগারে ছিলেন আরিফ-গৌছ। দীর্ঘ দু’বছর কারাবাসের পর গত ৪ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
এনইউ/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।