ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘সমতলের আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয় করার আহ্বান’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
‘সমতলের আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয় করার আহ্বান’ কান্ট্রি প্রোগ্রাম (২০১৭-২০) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ড. গওহর রিজভী/ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সমতলের দলিত, আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণে পার্বত্য চট্টগ্রামের মতো একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) গুলশানের-১ স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে হেকস/ইপার বাংলাদেশ এর কান্ট্রি প্রোগ্রাম (২০১৭-২০)’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ড. গওহর রিজভী বলেন, বাংলাদেশে এখনও দলিত আদিবাসী ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে।

তাদের বর্তমান অবস্থার জন্য লজ্জায় আমার মাথা নত হয়ে যায়।

মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলিম, বাঙালি, পাহাড়ি, আদিবাসী, দলিত সবাই রক্ত দিয়েছে।
ঐতিহাসিকভাবে দলিতরা যে ত্যাগ স্বীকার করেছে তার স্বীকৃতি আমরা কোনোদিন দেইনি।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ২১ বছর লেগেছে তা পুনরুদ্ধার করতে।

আমাদের গণতন্ত্র জেগে ওঠেছে। আওয়ামী লীগ সরকার হলো পিছিয়ে পড়া মানুষের সরকার। মুক্তিযুদ্ধের সংগ্রাম চলছে, যতদিন পর্যন্ত পিছিয়ে পড়া মানুষের অধিকার নিশ্চিত না হয়। ততদিন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন আব্দুল ওয়াদুদ (এমপি), ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান এম ফচ এনজিওএবি-এর মহাপরিচালক আসাদুল ইসলাম, ইউএনডিপি-এর কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, বিএনপিএস- এর নির্বাহী পরিচালক রোকেয়া কবীর প্রমুখ।

সুইজারল্যান্ড ভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা হেকসের সহায়তায় দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার অর্জনে কান্ট্রি প্রোগ্রাম (২০১৭-২০) নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
কেজেড/ওএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।