ঢামেক ইন্টার্ন চিকিৎসকদের নেতা ইফাত সামি বাংলানিউজকে জানান, এ প্রতিবাদ ও বিক্ষোভের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকসহ শিক্ষার্থীরা রয়েছে। এটি শুধু চিকিৎসকের হাত কাটাকে কেন্দ্র করে হয়নি।
বিক্ষোভের পর এক সমাবেশে ইন্টার্ন চিকিৎসকরা তাদের বক্তব্যে নিরাপদ ও সুন্দর কর্মস্থল নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি তুলে ধরেন।
গত শনিবার (৪ ফেব্রুয়ারি) এক শিশুরোগীর স্বজনদের সঙ্গে একজন নারী চিকিৎসকের বাদানুবাদ হয়। এক পর্যায়ে গ্লাসে হাত কেটে যায় ওই চিকিৎসকের। এর প্রতিবাদে ওইদিন চিকিৎসা বন্ধ রেখে জরুরি বিভাগের গেট আটকে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এজেডএস/এসআরএস/টিআই