ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতালে নিরাপদ কর্মস্থলের দাবিতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
ঢামেক হাসপাতালে নিরাপদ কর্মস্থলের দাবিতে বিক্ষোভ নিরাপদ কর্মস্থলের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ- ছবি: বাংলানিউজ

ঢাকা: নিরাপদ কর্মস্থলের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ করেছেন।  বুধবার (০৮ জানুয়ারি) ঢামেক জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখান তারা।

ঢামেক ইন্টার্ন চিকিৎসকদের নেতা ইফাত সামি বাংলানিউজকে জানান, এ প্রতিবাদ ও বিক্ষোভের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকসহ শিক্ষার্থীরা রয়েছে। এটি শুধু চিকিৎসকের হাত কাটাকে কেন্দ্র করে হয়নি।

এখানে আরও অনেকগুলো বিষয় জড়িত রয়েছে।

বিক্ষোভের পর এক সমাবেশে ইন্টার্ন চিকিৎসকরা তাদের বক্তব্যে নিরাপদ ও সুন্দর কর্মস্থল নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি তুলে ধরেন।

গত শনিবার (৪ ফেব্রুয়ারি) এক শিশুরোগীর স্বজনদের সঙ্গে একজন নারী চিকিৎসকের বাদানুবাদ হয়। এক পর্যায়ে গ্লাসে হাত কেটে যায় ওই চিকিৎসকের। এর প্রতিবাদে ওইদিন চিকিৎসা বন্ধ রেখে জরুরি বিভাগের গেট আটকে বিক্ষোভ করেন ইন্টার্ন ‍চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এজেডএস/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।