স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্তরা সবাই ভূমিহীন কৃষক ও জেলে। দীর্ঘ কয়েক বছর ধরে এসব পরিবার সরকারি আশ্রায়ন কেন্দ্রে বসবাস করে আসছে।
কাচিয়া ইউনিয়ন পরিষদের মাঝের চর ইউপি সদস্য আবদুর রব বাংলানিউজকে জানান, দুপুরে মাঝের চর রামদেবপুর-২ আশ্রায়ন কেন্দ্রের একটি ঘরের রান্না ঘর থেকে আগুন লাগে। এসময় আশ্রায়নের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে মাইকিং করে মানুষ জড়ো করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে সামসুদ্দিন, স্বপন, শেখ ফরিদ, আবু তাহের, দুলাল, জাহাঙ্গীর, আমির মিঝি, নুর হোসেন ও আনোয়ারের ঘরসহ ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ঘরভিটা হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ভূমিহীন পরিবারগুলোর মানুষ।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরবি/আরএ