বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে তিনি ছাগলনাইয়া পৌর শহরের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি ৪ ছেলে ১ মে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনসহ ফেনীর বিশিষ্টজনেরা।
এদিকে, তার মৃত্যুতে ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, কালোব্যাচ ধারণ ও শোক সভা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বুধবার সকালে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।
বুধবার বিকেল ৫টায় ছাগলনাইয়া মডেল পাইলট হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পৌরসভার কাছে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরএ