ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে জাটকা ধরার দায়ে ১৯ জেলেকে জারিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
পটুয়াখালীতে জাটকা ধরার দায়ে ১৯ জেলেকে জারিমানা

পটুয়াখালী: পটুয়াখালীতে জাটকা ধরার দায়ে ১৯ জেলেকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান এ জরিমানা করেন। আটক জেলেদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাতে পায়রা মোহনা থেকে দুইটি ট্রলার, ৪০ হাজার মিটার নিষিদ্ধ জাল, ৪০ মণ জাটকাসহ ৪১ জেলেকে আটক করে নৌবাহিনী।

পরে রাতেই মাছ, জাল, ট্রলারসহ জেলেদের কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সকালে জব্দকৃত জাটকা ৪৩টি এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

আটক জেলেদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক ১৯ জেলেকে ৯৫ হাজার টাকা জরিমানা ও বাকীদের বয়স বিবেচনায় ক্ষমা করে দেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এমএস/এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।