ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ছাগল ফার্মের সামনে ট্রাকচাপায় আব্দুল কাদের (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল কাদের সদর উপজেলার লক্ষ্মীকোল গ্রামের চাঁদ আলীর ছেলে এবং ঝিনাইদহ আদালতের আইনজীবীর সহকারী ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, দুপুরে আব্দুল কাদের এক আসামির জামিননামা নিয়ে কারাগারে যাচ্ছিলেন। পথে ছাগল ফার্মের সামনে এলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরবি/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।