ইউপিডিএফ নেতার বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার
খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অন্যতম শীর্ষ নেতা প্রদীপন খীসার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত জেলা সদরের জামতলী এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব টাকা উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা ইউপিডিএফ নেতার বাড়িতে অভিযান চালায়।
এসময় তার ঘরে তল্লাশি করে ৭৯ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া চাঁদা আদায়ের রশিদ ও চাঁদার টাকা খরচের হিসাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে প্রদীপন খীসা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এজি/এসএনএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।