শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রেজাউল সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামের বাসিন্দা।
সিরাজগঞ্জ জেলা কারাগারের তত্বাবধায়ক আল মামুন বাংলানিউজকে জানান, প্রায় তিন মাস আগে মাদক মামলায় আদালতের বিচারক রেজাউলকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠান। বিকেলে রেজাউল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে অ্যাম্বুলেন্সে করে রেজাউলকে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এজি/এসএনএস