ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
বকশীগঞ্জে ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাদশা আলমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে বগারচর ইউনিয়নের বালুগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বাদশা আলম বগারচর গ্রামের বাসিন্দা।

বকশীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বগারচর ইউনিয়নের বালুগ্রামে অভিযান চালিয়ে বাদশা আলমকে গ্রেফতার করে।

বাদশা একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তিনি পাঁচটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানান এএসআই।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।