নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের নিতিষ মল্লিকের ছেলে প্লাবন মল্লিক (২৮) ও একই উপজেলার হাজরাইল গ্রামের ধিরাজ মণ্ডলের ছেলে দেব প্রষাদ মণ্ডল (২৮)।
নিহত দু’জন যশোর সরকারি এম এম কলেজ থেকে মাস্টার্স শেষ করে শহরের বেজপাড়া এলাকার একটি মেসে থেকে চাকরির জন্য লেখাপড়া করতেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে যশোর থেকে মোটরসাইকেলে করে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন প্লাবন ও দেব প্রষাদ। পথে কানাইতলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা।
পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ডা. এম আব্দুর রশিদ তাদের মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
ইউজি/আরবি