শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বৃষ্টি ওই এলাকার ফোরকান আলীর মেয়ে ও হালিমা খাতুন স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, স্বজনরা বৃষ্টিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমএস/এজি/এসএনএস