শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে টাঙ্গাইল-চারাবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জুলফিকার সদর উপজেলার বাগবাড়ি গ্রামের নূর আলমের ছেলে।
টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল বাশার বাংলানিউজকে জানান, দুপুরে টাঙ্গাইল শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে সদর উপজেলার চরাঞ্চলের তোরাবগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে অটোরিকশাটি খেজুরতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাঙ্গে মুখোমুখি সংষর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুলফিকারের মৃত্যু হয়।
এছাড়া এ সময় অটোরিকশা চালকসহ দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এজি/এসএইচ