ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর খিলক্ষেতে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
রাজধানীর খিলক্ষেতে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে একটি ভবনের ছাদ থেকে শরীরের উপর এসি পড়ে রিপন মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস করতেন।

নিহত রিপনের সহকর্মী সৈয়দ আলী বাংলানিউজকে জানান,
খিলক্ষেতে একটি ছয় তলা ভবনের ছাদে এয়ার কন্ডিশন (এসি) লাগানোর কাজ করার সময় ক্রেনের চেইন ছিঁড়ে এসি রিপনের শরীরে পড়ে। এরপর তাকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বাংলানিউজকে জানান, রিপনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।