প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশার একচালক স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গাড়ি রাখা নিয়ে চালক ও দোকানির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ধাওয়া পাল্টা-ধাওয়ার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে অন্তত ১৫/১৬টি অটোরিকশা ও ১০/১২টি দোকান ভাঙচুর করা হয়েছে বলে জানায় স্থানীয়রা।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী বাংলানিউজকে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে বেলা আড়াইটার দিকে শ্রমিক ও ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ লাগে। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত দফায়-দফায় সংঘর্ষ চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনইউ/এসআরএস/টিআই