ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-ফেনী রুটে এনা পরিবহনের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
ঢাকা-ফেনী রুটে এনা পরিবহনের উদ্বোধন ঢাকা-ফেনী রুটে এনা পরিবহনের উদ্বোধন/ছবি: রানা

ঢাকা: ঢাকা-ফেনী-ঢাকা রুটে যাত্রা শুরু কর‌লো এনা প‌রিবহনের অত্যাধুনিক বাস সার্ভিস। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সায়েদাবাদ বাস টা‌র্মিনালে সড়ক নিরাপত্তা নি‌য়ে আয়োজিত মা‌লিক-শ্র‌মিক সমা‌বেশ থে‌কে এ বাসের উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। 

বিকেল পৌ‌নে ৫টায় সেতুমন্ত্রী ফিতা কে‌টে ও বা‌সে উ‌ঠে এনার বাস উ‌দ্বোধন ক‌রেন। এ রুটে এনার ৩০টি বাস চলাচল করবে।

এর আগে সমাবে‌শে দেয়া বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাসের সময়ে জীবন বাজি রেখে প‌রিবহন শ্র‌মিকরা দেশের যোগাযোগ স্বাভা‌বিক রেখে‌ছিলো।

বিএন‌পি ‌নির্বাচনকালীন সরকার নিয়ে শোর‌গোল করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, অন্যান্য গণতা‌ন্ত্রিক দেশের মতো নির্বাচনকালীন সরকার হবে। এ সরকার সং‌বিধান সম্মতভাবে কাজ করবে।  

মন্ত্রী জানান, বছর দু’‌য়ে‌ক প‌রে যানজটসহ প‌রিবহ‌ন জগ‌তে একটা প‌রিবর্তন আস‌বে। মে‌ট্রো‌রেল, এ‌লি‌ভে‌টেড এক্সপ্রেসও‌য়ে চালু হ‌বে।  এর আ‌গে অ‌নেক বিশৃঙ্খলা কাটিয়ে যাওয়া আমা‌দের জন্য চ্যা‌লেঞ্জ।

ফেনীতে এনার সেবাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এটা খুব ভা‌লো বিষয়। প্র‌তি‌যো‌গিতা বাড়লে জনগণের সুবিধা হয়। তখন কেউ ই‌চ্ছেম‌তো ভাড়া বাড়া‌তে পার‌বে না।  

মন্ত্রী বাস মালিকদের সুস্থ্য প্রতিযোগিতার ধারা তৈরি করার আহ্বান জানান।  

এনা পরিবহনের বাস সার্ভিস উদ্বোধন/ছবি: রানাসমা‌বে‌শে এনা পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর খন্দকার এনা‌য়েতুল্লাহ ব‌লেন, ৩৩ বছর ধ‌রে (১৯৮৪ সাল থে‌কে) সারা দে‌শের প‌রিবহ‌নের সমস্যা গুলো আ‌মি দেখ‌ছি। বিএন‌পি-জামায়াতের আগু‌ন সন্ত্রা‌সের সম‌য়েও আমাদের প‌রিবহন থা‌মে‌নি। ওই সময় সারা‌দে‌শে বাস চা‌লি‌য়ে যোগা‌যোগ স্বাভা‌বিক রে‌খে‌ছিলাম।  

‌ফেনীতে এনা বাসের নতুন সেবার কথা উ‌ল্লেখ করে এ বাস মা‌লিক নেতা বলেন, 'আমরা প্র‌তি‌যো‌গিতায় বিশ্বাসী কোনো প্র‌তি‌হিংসায় বিশ্বাসী নই। '

সমাবেশে আরও বক্তব্য রাখেন ‌ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উ‌দ্দিন হাজারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্টারলাইন পরিবহনের মালিক ফেনী পৌরসভার মেয়র মো. আলাউদ্দিন প্রমুখ।  

এনা পরিবহন বর্তমানে দেশের সবগুলো গুরুত্বরপূর্ণ রুটে চলাচল করছে। নন এসির পাশাপাশি অত্যাধুনিক এসি বাস সার্ভিসের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে এ পরিবহনটি।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এসএ/এসএইচ

**
এনার অনন্য যাত্রী সেবা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।