দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় বাসচাপায় মানু কিসকু (২৪) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার উত্তর গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানু ওই এলাকার জোসেফ কিসকুর ছেলে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, উত্তর গোবিন্দপুর থেকে বিকেলে দিনাজপুর শহরে যাওয়ার সময় অসাবধানতাবশত সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে যান মানু। এ সময় পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মানুর মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরবি/এটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।