পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক
খাগড়াছড়ি: মাদক নির্মূলে সবার আগে জনগণকে উদ্যোগ নিতে বললেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। একইসঙ্গে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে পুলিশকে তথ্য দিতে বলেন তিনি।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শহীদুল হক বলেন, বাংলাদেশের সামনে এখন দু’টি বড় চ্যালেঞ্জ।
সন্ত্রাস ও জঙ্গিবাদ। অপরাধী যত প্রভাবশালী হোক না কেনো তাকে আইনের আওতায় আনা হবে। যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের অভিযোগ থাকে, তাহলে জিরো টলারেন্স নীতিতে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
খাগড়াছড়ি পুলিশ আয়োজিত সমাবেশে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনটি/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।